পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪
(৯ মার্চ’২০২৪ খ্রি.)
“কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” প্রতিপাদ্যকে সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ৯ মার্চ’২০২৪ খ্রি. তারিখ জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে পালিত হলো "পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪। তাঁদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এডিশনাল ডিআইজি জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম,
পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া ও নিহতদের পরিবারের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি মহোদয় বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না তাঁরা। তাঁদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। প্রধান অতিথি মহোদয় এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং সমাধানের আশ্বাস দেন। আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই এবং জনাব ড. এস এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, জনাব মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, ইনচার্জ-সিআইডি, কুষ্টিয়া, ইনচার্জ-চৌরহাস হাইওয়ে পুলিশ ফাঁড়ী, ইনচার্জ-নৌ পুলিশ ফাঁড়ী, ইনচার্জ-ট্যুরিস্ট পুলিশ, ইনচার্জ-রেলওয়ে, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।