অফিসের নাম | : | পুলিশ সুপারের কার্যালয়, কুষ্টিয়া |
টেলিফোন নম্বর | : | 071-62400 |
ফ্যাক্স নম্বর | : | 071-62401 |
ই-মেইল এ্যাড্রেস | : | spkustia@police.gov.bd |
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট | : | www.police.gov.bd |
প্রধান বাসস্ট্যান্ড হতে | : | রিক্সা যোগে 8/10 মিনিট সময় এর প্রয়োজন |
প্রধান রেল স্টেশন হতে | : | রিক্সা যোগে 6/7 মিনিট এর প্রয়োজন |
এখানে অফিসের যোগাযোগ নিয়ে লিখতে হবে।
কুষ্টিয়া জেলা পুলিশেরে প্রধান কার্যালয়টি জেলা শহরের প্রানকেন্দ্র কুষ্টিয়া পুলিশ লাইন্সের অভ্যেন্তরে দাদাপুর রোড, মজমপুর এলাকায় অবিস্থত। এটি একটি তিন তলা এল আক্রতির উত্তর-পূর্ব মূখীপাকা বিল্ডিং যাহা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অফিসের ১ম তলায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর), জেলা গোয়েন্দা শাখা, আইআই অফিস এবং রিজার্ভ অফিস অবস্থিত। ২য় তলায় পুলিশ সুপারের অফিস কক্ষ, প্রধান সহকারী, রিডার সহকারী, হিসাব সহকারীর অফিস অবস্থিত। ৩য় তলায় জেলা বিশেষ শাখা (ডিএসবি) অফিস জেলা পুলিশ কন্ট্রোল রুম ও পুলিশ কনফারেন্স রুম অবস্থিত।
যোগাযোগম্যাপ
গুগলে পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ লাইন, কুষ্টিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস