Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৩তম তিরোধান দিবস উদযাপন।
বিস্তারিত
 “মানুষভজলে সোনার মানুষ হবি” 
মঙ্গলবার(১৭ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া নামক স্থানে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৩তম তিরোধান দিবস-২০২৩এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। লালন তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বর সহ আশপাশের এলাকায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিকসহ লাখ লাখ লালন ভক্ত অনুরাগীদের সমাগমের মধ্য দিয়ে প্রথমদিনের কার্যক্রম চলমান থাকে।লালন তিরোধান দিবস উপলক্ষে প্রথম দিনে উদ্বোধনী ও একটি আলোচনা সভা আয়োজন করা হয়।জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ও যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান অতিথি এবং পুলিশ সুপারকুষ্টিয়া এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহএর দর্শন ছিল দেশ প্রেম ও মানবপ্রেম। তার গান মানুষকে করেছে মানবতাবাদি, হৃদয় কে করেছে আকাশের মত উদার আর সাগরের মতো গভীর। লালন তিরোধান দিবস-২০২৩ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: এহেতেশাম রেজা, জেলা প্রশাসক কুষ্টিয়া। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ কাঃ মঃ সরওয়ার জাহান, মাননীয় জাতীয় সদস্য, কুষ্টিয়া-১;  জনাব মোঃ সদর উদ্দিন খান, চেয়ারম্যান, জেলাপরিষদ, কুষ্টিয়া; জনাব মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া; জনাব মোঃ সামছুজ্জামান অরুন, মেয়র, কুমারখালী পৌরসভা, কুমারখালী, কুষ্টিয়া; এ্যাড.অনুপ কুমার নন্দী, বিজ্ঞ পিপি ও সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া; জনাব তাইজাল আলী খান,সভাপতি, পৌর আওয়ামী লীগ ও সদ্স্য, অ্যাড্হক কমিটি,লালন একাডেমি, কুষ্টিয়া; ডাঃ এস. এম. মুস্তানজিদ আহ্বায়ক, নাগরিক কমিটি, কুষ্টিয়া; জনাবরাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি, কুষ্টিয়া।  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেনড. মোঃ শাহিনুর রহমান, প্রফেসর ইংরেজি বিভাগ ও সাবেক উপ-উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী, খাদেম, লালন মাজার, লালনএকাডেমি, কুষ্টিয়া। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া ও সহ-সভাপতি, লালন একাডেমি, কুষ্টিয়া ও জনাব বিতান কুমার মন্ডল. উপজেলা নির্বাহী অফিসার, কুমারখালী ও সদস্য, এ্যাড্হক কমিটি, লালন একাডেমি, কুষ্টিয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ এনামুল হক মনজু, চেয়ারম্যান,চাপড়া ইউপি, কুমারখালী ও সদস্য, এ্যাড্হক কমিটি, লালন একাডেমি, কুষ্টিয়া। এছাড়াআরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, লাখ লাখ লালন ভক্ত অনুরাগী, দর্শনার্থী,শিল্পী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবংঅন্যান্য উপস্থিতি।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2023
আর্কাইভ তারিখ
30/11/2023